ভোলায় আ’লীগের ২ নেতাকে আটক করলো- যৌথবাহিনী

ভোলায় অপারেশন ডেভিল হান্টে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ এবং তার আপন ছোট ভাই শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ হেলাল উদ্দিনকে আটক করেছে যৌথবাহিনী। অদ্য মঙ্গলবার (১৮ ফ্রেব্রুয়ারি) ভোররাতে নৌবাহিনী, কোস্টগার্ড, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে শহরের কালীবাড়ি রোডস্থ তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানান, বাংলাদেশ আওয়ামী লীগের হরতাল কর্মসূচিতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকালে ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। পরে ভোরেই তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসনাইন পারভেজ গণমাধ্যমকে জানান, যৌথবাহিনী অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে। ভোর ৫ টার দিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। দুপুরে সময় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *