বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলো মসজিদের ইমাম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলো মসজিদের ইমাম

ভোলার বোরহানউদ্দিনে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল (৩০) নামের মসজিদের এক ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অদ্য ১১ মার্চ (মঙ্গলবার) সকাল ৮ টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের চরগাজী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বেলাল ওই গ্রামের মোঃ শাহে আলম চৌকিদারের ছেলে এবং হানিফ মাওলানা বাড়ি জামে মসজিদের ইমাম ও আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফজরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে থাকা আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার সদ্য নির্মাণকৃত ভবনের দেওয়ালে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন তিনি। এ সময় মটরের তার লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *